যুব উন্নয়ন কম্পিউটার ও শর্টহ্যান্ড প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আধুনিক প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে কর্মক্ষেত্রে প্রযুক্তিভিত্তিক শিক্ষার ব্যাপক চাহিদা বেড়েই চলেছে। তারই পরিপ্রেক্ষিতে, আমরা ২০১৩ সাল থেকে প্রযুক্তিকে আরও প্রসারিত করার লক্ষ্যে দেশ জুড়ে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে কাজ করে আসছি। ইতোমধ্যে আমাদের প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ও শর্টহ্যান্ড কোর্সের উপর প্রশিক্ষণ নিয়ে বহু শিক্ষার্থী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগ/ অধিদপ্তর/ পরিদপ্তর/ জেলা/ উপজেলাসহ দেশে ও দেশের বাহিরে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন, যাদের আংশিক তালিকা আমাদের ওয়েব সাইডে প্রদর্শন করা হয়েছে। প্রযুক্তি ভিত্তিক জ্ঞান অর্জনে আমরা আছি আপনার পাশে। চেষ্টা আপনার, দায়িত্ব আমাদের।
দক্ষ জনবল তৈরি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টি করা ।
দেশের বেকার যুব সমাজকে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলাই আমাদের লক্ষ। করণ বিশ্ব এখন প্রযুক্তির উপর নির্ভরশীল, তাই কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনে প্রযুক্তিতির উপর দক্ষতা অর্জন খুবই গুরুত্বপূর্ণ।
আমাদের সকল প্রশিক্ষনার্থীর নিজ নামে রয়েছে একটি লগইন প্যানেল। যেখান থেকে শিক্ষার্থীরা ঘরে বসেই তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড এবং সার্টিফিকেট পিডিএফ কপি সংগ্রহ করতে পারবে। থাকছে সার্টিফিকেট ভেরিফিকেশন , অনলাইন রেজাল্ট এবং SMS সার্ভিস সুবিধা । আমাদের শিক্ষার্থীদের প্রযুক্তির সর্বোচ্চ সেবা দেওয়া আমাদের অঙ্গীকার ।
যুগের সাথে তাল মিলিয়ে সাজানো হয়ে আমাদের কোর্স কারিকুলাম। যা বিশ্ব জুড়ে আপনাকে কর্মক্ষম হিসাবে গড়ে তুলবে। চেষ্টা আপনার দায়িত্ব আমাদের।
আমাদের ছাত্র/ছাত্রীদের কোর্স শেষে দুই বছর পর্যন্ত ফ্রী সাপোট অপশন রয়েছে। যা হোয়াটস্যাপ, জুম, ই-মেইল আথবা সরাসরি শাখা থেকে নিতে পারবে।
দেশ জুড়ে আমাদের রয়েছে প্রায় ২ শতাধিক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। যারা সর্বোচ্চ মেধা দিয়ে বেকার জনগোষ্টিকে কর্মক্ষম হিসাবে গড়ে তোলে।
আমাদের প্রতিষ্ঠান থেকে অনুমোদন নিয়ে যারা ব্যাবসায়ীকভাবে সফল হয়েছেন এবং যুব সমাজকে প্রযুক্তিভিত্তক দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক ভুমিকা রাখছেন।